প্রয়াত পপ-কিংবদন্তি মাইকেল জ্যাকসন তাঁর গান দিয়ে যেমন বিশ্ববাসীকে মাতিয়ে রাখতেন, তেমনি ভক্তদের কাছে তাঁর ‘মুনওয়াক’ নাচ ছিল খুবই প্রিয়।
এই মুনওয়াক বা সামনে হাঁটার ভঙ্গি করে পেছনের দিকে যাওয়ার বিশেষ নাচটি প্রথমবার করার সময় জ্যাকসন যে কালো রঙের হ্যাট (টুপি) পরেছিলেন, চার দশক পরে সেটি নিলামে উঠতে যাচ্ছে।
আগামী ২৬ সেপ্টেম্বর প্যারিসের হোটেল ড্রুট-এ নিলামের জন্য উঠানো হবে মাইকেল জ্যাকসনের টুপিটি। সেখানে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে (প্রায় ৭০ লাখ ৮৬ হাজার থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) এটি সংগ্রহ করা যেতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। ওই নিলামে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক তোলা হবে।