বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৮ সংগঠনের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির বাগানে স্থায়ী স্মৃতিস্তম্ভে সকাল সাড়ে ১০টায় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।
এ সময় সবাই অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর সাথে সুর মেলান।
এতে সিডাপের প্রধান সহকারী পরিচালক আজাহার হোসেন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, নৃত্য পরিচালক সমিতির সভাপতি খোকন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুন, সাংগঠনিক সম্পাদক শাহনুর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন, কার্যকরী সদস্য অঞ্জনা সুলতানা, অমিত হাসান, কেয়া, জেসমিন, ফেরদৌস, চিত্র নায়িকা সাদিয়া মির্জা, বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক মো. আলমগীরসহ ১৮ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।