নাসিম রুমি: কেবল হলিউডই নয় তিনি বিশ্ব তারকা। অভিনয় ক্যারিয়ারে ভক্তদের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এই অভিনেতা। বলছি তুমুল জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজের কথা। চলতি বছরে ভক্তদের জন্য দারুণ সংবাদ নিয়ে আসছেন তিনি। বিশ্বব্যাপী দর্শক নন্দিত সিনেমা ‘মিশন ইম্পসিবল: ৮’ এর পর এবার ভক্তদের চমকে দিয়ে এবার শুটিং করতে চলেছেন ‘দ্য গান্টলেট’ সিনেমায়।
হলিউড সূত্রে জানা যায়, ‘মিশন: ইম্পসিবল ৮’ সিনেমাটি শেষ হওয়ার পর টম ক্রুজ এবং পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি বেশ বড় একটি ছুটি নিবেন। যদিও তার পরই তারা ১৯৭৭ সালের ক্লিন্ট ইস্টউডের থ্রিলার ‘দ্য গান্টলেট’র রিমেকের শুটিং করবেন।
এ প্রসঙ্গে বিদায়ী বছরে পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি জানান, তাদের পরবর্তী সিনেমাটি মিশন: ইম্পসিবল সিরিজের চেয়েও কঠিন হবে। সিনেমাটিতে নতুন এমন কিছু করতে চলেছি, যা আমরা অনেকদিন ধরেই টিমের সঙ্গে আলোচনা করছি। এটি টমের সাধারণ কাজের বাইরে নতুন কিছু হতে চলেছে।
সিনেমাটির শুটিং ২০২৫ সালের জুলাই মাসে শুরু হবে। চলচ্চিত্রটিতে টমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন স্কারলেট জোহানসন।