English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বয়সের ব্যবধান ভুলে নাদিয়াকে প্রিয় সখী মনে করেন চিত্রলেখা গুহ

- Advertisements -

আজ অভিনেত্রী নাদিয়া আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় জনপ্রিয় এই নৃত্যশিল্পী ও অভিনেত্রী। তবে বিশেষ এই দিনে একটু অন্যরকম শুভেচ্ছা পেলেন নাদিয়া। বয়সে বড় অভিনেত্রী চিত্রলেখা গুহ নাদিয়াকে সখী সম্বোধন করলেন এদিনে।

এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
যদিও নাদিয়া ও চিত্রলেখা গুহর বয়সের ব্যবধান অনেক। বলা যায় মা ও মেয়ের বয়সী দুজন। ১৯৮২ সালে নাদিয়ার জন্ম ও  আর চিত্রলেখা গুহ বিয়েই করেন নাদিয়ার জন্মের ৪ বছর পর ১৯৮৬ সালে।   বয়সের পার্থক্য বাধা হতে পারেনি বন্ধুত্বে।
বুধবার ফেসবুকে চিত্রলেখা গুহ নাদিয়াকে নিয়ে লিখেছেন, বয়সের ব্যবধান মাথায় না রেখে যার সাথে অকপটে সব কথা বলা যায়, সে আমার প্রিয় সখী নাদিয়া।
নির্ভেজাল বুদ্ধিদীপ্ত মানুষ, অসাধারণ অভিনেত্রী, নৃত্যশিল্পী। চিত্রলেখা আরো বলেন, অনেক গুনী মানুষ হয়ে ও নিরহংকারী, সাধারণভাবে সকলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে জীবন যাপন করে। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন সখী। তুমি আজীবন এমনই থেকো।

নাদিয়া ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে পড়াশুনা করেছেন। ২০০৮ সালে অভিনেতা মনির খান শিমুলের সাথে নাদিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শিমুলের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে ২০১৬ তারিখে তিনি একটি ব্যক্তিগত পরিবারের অনুষ্ঠানে অভিনেতা এবং মডেল এফএস নাঈমকে সাথে বিয়ে করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন