শুক্রবার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল। ২-৪ গোলে পেনাল্টিতে হার পেলের দেশের। এ হার যেন বিশ্বাস করতে পারছিলেন না নেইমার। কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
কান্না যেন থামছিল না তাঁর। খানিকটা একই অবস্থা এডুকেশন সিটি স্টেডিয়ামের দর্শকদের। বিশ্বাস করতে পারছিলেন না ব্রাজিল সমর্থকরা। বিশ্বকাপ থেকে ছিটক গেল নেইমারের দেশ, বিশ্বাস করতে পারছিলেন সূদূর বাংলায় বসে থাকা অভিনেত্রী। পর্দায় তার দাপট দেখে ভয় পায় নায়ক-নায়িকারা। তবে এবার মনখারাপ তাঁরও। ব্রাজিলের হারে বিমর্ষ ‘জুন আন্টি’ খ্যাত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী প্রকাশ করলেন নিজের অনুভূতি।
শুক্রবার ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারে বিস্মিত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী জানান, তিনি আর বিশ্বকাপ দেখবেন না। শুধু তা-ই নয়, তিনি লেখেন, ‘‘কিছু বলার নেই, ক্রোয়েশিয়া জেতার জন্যই নেমেছিল। হারা টিমের সমর্থক হওয়ার অভিজ্ঞতা বহু বছরের, এ ব্যপারে রীতিমত পেপ টক দিতে পারি। ’’
আক্ষেপ রয়েছে অভিনেত্রীর। ঊষসীর কথায়, ‘‘সেই সব দলের সমর্থক হয়ে থাকব, যারা বার বার পরাজিত হয়েও মনোবল হারায় না। ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। ’’
বিশ্বকাপ শুরুর পরই ব্রাজিলের জার্সি গায়ে নিজের ছবি দেন অভিনেত্রী। তাঁর দল হেরে গেছে বলেই যে ছবি বদলে ফেলবেন তা হচ্ছে না, সাফ কথা অভিনেত্রীর। সব শেষে ঊষসী লেখেন, ‘‘বিশ্বকাপ আর দেখব না। আশা করব লাতিন আমেরিকার দেশগুলোর মুখরক্ষা করবে মেসির দেশ। ’’