English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

‘বোমা’ ফাটাবেন ব্রিটনি, স্বত্ব বিক্রি হলো ১২৮ কোটিতে!

- Advertisements -

ঘটনাবহুল জীবন তাঁর। মাত্র ১৭ বছর বয়সে আবির্ভাবেই ঝড় তুলেছিলেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম অ্যালবাম ‘…বেবি ওয়ান মোর টাইম’ বিশ্বজুড়ে বিক্রি হয় আড়াই কোটির বেশি কপি!

পরের ২৩ বছর গান আর ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্য ব্রিটনি স্পিয়ার্স ছিলেন আলোচিত-সমালোচিত। ১৩ বছর পর ২০২১ সালে বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি পেয়ে আত্মজীবনী লেখার ইঙ্গিত দিয়েছিলেন গায়িকা।

এ বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি একেবারে শুরু থেকেই শুরু করব?’ তখনই ধারণা করা হয়, তাঁর বইয়ের স্বত্ব পেতে প্রকাশকদের লাইন পড়ে যাবে। বাস্তবে হয়েছেও তাই। কয়েকটি প্রকাশনী সংস্থার মধ্যে তুমুল প্রতিযোগিতার পর অবশেষে ব্রিটনির বইয়ের স্বত্ব পেয়েছে ‘সিমন অ্যান্ড স্কাসটার’।

চুক্তির অঙ্কটাও চমকে ওঠার মতো এক কোটি ৫০ লাখ ডলার (১২৮ কোটি টাকারও বেশি)। প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, চুক্তির অঙ্ক নিশ্চিতভাবেই সর্বকালের সর্বোচ্চ প্রকাশনা চুক্তির তালিকায় থাকবে। ‘২০১৭ সালে পেঙ্গুইনের সঙ্গে করা বারাক ও মিশেল ওবামার করা সাড়ে ছয় কোটি ডলারের পরেই স্থান পাবে ব্রিটনির চুক্তি’, জানায় সূত্রটি।

আত্মজীবনীর চূড়ান্ত হওয়া নিয়ে ব্রিটনির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন