নাসিম রুমি: বছর ফুরোতে চলল। ফি বছরের মতো এ বছরও আসন্ন অস্কার অনুষ্ঠান নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। গত কয়েক বছরে বারবার যে প্রশ্ন উঠেছে, তা হল কেন ভারতীয় কোনও ছবি অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় জায়গা করে নিতে পারছে না? শেষবার এই তালিকায় যে ভারতীয় ছবি জায়গা করে নিয়েছিল, তার নাম ‘লগান’। তারপর কেটে গিয়েছে দু’দশকেরও বেশি সময়।
শাহরুখ খান এই বিষয়ে মন্তব্য করেছিলেন, ” আমিরের ‘লগান’ ছবিটি দারুণভাবে তৈরি করা হয়েছিল। অন্যধারার সঙ্গে মূলধারার ছবির সঠিক মিশেলে তৈরি এই ছবি।” তারপরেই বাদশা বলেছিলেন, ” অস্কারের মঞ্চে মনোনয়ন পাওয়ার জন্য ভারতীয় ছবির আঙ্গিকে বদল আনতে হবে। ঠিক যেমন, কেউ যদি আমাকে তার পার্টিতে ডাকেন তাহলে তাঁর আয়োজিত সেই পার্টিতে হাজির হওয়ার জন্য যে পোশাকের নিয়ম-কানুন তিনি ঠিক করে রেখেছেন, সেটা পরেই তো আমাকে যেতে হবে। অস্কার-ও তাই। পাঁচটা গান সহ আমাদের আড়াই ঘন্টার ছবি চলবে না সেখানে। এই ফর্ম্যাটটাই বদলাতে হবে।”
সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান উড়িয়ে দিয়েছেন শাহরুখের এই যুক্তি! আমিরের কথায়, ” না, না। আমি এই যুক্তি মানতে একদম নারাজ। ‘লগান’ ৩ ঘন্টা ৪২ মিনাটের ছবি ছিল। তার উপরে ৬টা গান! তারপরেও তো অস্কারে মনোনয়ন পেয়েছিল। আসলে, ছবি যাঁরা বাছাই করেন ছবিটা তো তাঁদের ভাল লাগতে হবে। অ্যাকেডেমির সেই সদস্যদের হৃদয়কে ছুঁতে হবে সেই ছবির মাধ্যমে, সেটাই আসল কাজ। তাই আমার মতে, ছবির মান সার্বিকভাবে কতটা ভাল করা যায় একমাত্র সেটাই বিবেচ্য। সঙ্গে অবশ্যই হৃদয় ছুঁয়ে ফেলতে হবে। সেটা হলেই অস্কারে মনোনয়ন। আরে বাবা, দিনের শেষে অস্কারের এই মনোনয়ন যে অ্যাকাডেমির সদস্যরা ঠিক করছেন, তাঁরাও তো মানুষ। সুতরাং, এটা মেনে নেওয়াই ভাল অন্যান্য দেশেও খুব ভাল ছবি তৈরি হচ্ছে, তাই তারা অস্কারের মঞ্চে পৌঁছনোর সুযোগ পাচ্ছে।”
কথা শেষে অবশ্য আমির এও মনে করিয়ে দেন যে অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় মনোনয়ন পাওয়া ভীষণ কঠিন। কারণ, এই ক্ষেত্রে প্রতিযোগিতাটা প্রতিটি দেশের সেরা ছবির সঙ্গে।