১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয় খেলার ইতিহাসেরই অন্যতম এক চমকপ্রদ ঘটনা। সাধারণ মানের এক দলের সেই সময়ের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ট্রফি জয় চমকে দিয়েছিল খোদ ভারতীয় সমর্থকদেরও। ঐতিহাসিক সেই ঘটনা নিয়ে কবীর খান বানিয়েছেন চলচ্চিত্র ‘৮৩’। বহুল প্রতিক্ষীত এই ছবিটি ১৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
তারপরও মহামারিতে ছবির এই সাফল্যে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন পরিচালক কবীর, ‘ছবিটির ব্যাপারে মানুষের যে প্রতিক্রিয়া পেয়েছি হৃদয় ছুঁয়ে গেছে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বিশ্বব্যাপী মানুষ যেভাবে ছবিটি দেখেছে, উল্লাস প্রকাশ করেছে সেটা অসাধারণ। ’
‘৮৩’-এ ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করেন রণবীর, তাঁর স্ত্রীর চরিত্রে দীপিকা। বাস্তব জীবনে বিয়ের পর এই প্রথম ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।