তবে কি খুব শিগগিরই পরিণতি পেতে চলেছে মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের প্রেম? আরবাজ খানের প্রাক্তন স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ইঙ্গিতই মিলেছে। যদিও স্পষ্ট করে তিনি কিছুই বলেননি। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকেই শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন এই মডেল-অভিনেত্রীকে।
আবারও একটা হাই-প্রোফাইল বিয়ের সাক্ষী হতে চলল নাকি বলিউড? নাকি, এটাও রণবী-আলিয়ার বিয়ের মতো ঘরোয়াভাবেই করা হবে!
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি দিলেন মালাইকা। আর ক্যাপশনে লিখলেন, ‘আমি হ্যাঁ বললাম’।
বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্টেটাস কোনওটাই তাদের প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি। কবে বিয়ে করছেন এই প্রেমিক যুগল? প্রায়ই এই প্রশ্নে সম্মুখীন হতে হয় তাদের। এরই মধ্যে সম্পর্কের বয়স চার বছর পেরিয়ে গেছে। আগে অনেক রাখঢাক থাকলেও এখন ব্যাপারটা খোলামেলা। একসঙ্গে ছুটি কাটাতে গেলে ছবিও শেয়ার করেন। প্রকাশ্যেই করেন প্রেম জাহির। তাই বিয়েটা এবার হয়ে গেলে মন্দ হয় না।