English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

‘বিশ্বসুন্দরী’র গান ২ কোটি পেরিয়ে ৩ কোটির পথে

- Advertisements -

‘রাতের সব তারা আছে দিনের গভীরে/ বুকের মাঝে মন যেখানে, রাখব তোকে সেখানে/ তুই কি আমার হবি রে’-মুক্তি প্রতীক্ষিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের এই গানটি সম্প্রতি ২ কোটির ক্লাবে প্রবেশ করেছে। চলচ্চিত্রের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি দর্শকরা দেখেছেন ২ কোটি ২ লক্ষ বারেরও বেশি।
এছাড়াও পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে ৮৭ লক্ষ বার। সব মিলিয়ে প্রায় ২ কোটি ৯০ লক্ষবার দেখা এই গানটি খুব শিগগীরই ৩ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে আশাবাদী গান সংশ্লিষ্টরা। গত ৫ ডিসেম্বর অনলাইনে অবমুক্ত হওয়া এ গানটি প্রকাশের প্রায় ১০ মাস পর এই মাইলফলক অর্জন করেছে। কবির বকুল-এর লেখা, ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে এ গানটি জনপ্রিয় জুটি ইমরান-কনা’র গাওয়া।
পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত এই গানটির নৃত্য পরিচালনায় ছিলেন সুমন রহমান, চিত্রগ্রহণে খায়ের খন্দকার, সম্পাদনায় ইকবাল কবীর জুয়েল। পাঁচ দিনে ধারণ করা এ গানের চিত্রধারণ হয়েছে বান্দরবানের নীলগিরি থেকে শুরু করে কক্সবাজার, ঢাকা সহ দেশের বিভিন্ন মনোরম জায়গায়।
সবকিছু ঠিক থাকলে চয়নিকা চৌধুরী পরিচালিত এবং পরী-সিয়াম জুটির ১ম ছবি ‘বিশ্বসুন্দরী’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে আসছে বিজয় দিবসের সপ্তাহে-তেমনটিই জানিয়েছেন প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু। এ ছবিতে পরীমনি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, খালেদ হোসেন সুজন, সীমান্ত সহ আরো অনেকে।
 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন