আজাদ আবুল কাশেম: বিশিষ্ট অভিনেতা এফ করীম-এর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯৪ সালের ১০ মার্চ, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। প্রয়াত এফ করীম-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
অভিনেতা এফ করীম ১৯১৮ সালের ২৫ জানুয়ারী, সিলেট শহরে এক অভিজাত মুসলমান পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ভাষা এবং সাহিত্যে এম.এ ডিগ্রী সম্পন্ন করেন। সিলেটে বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করতেন। তিনি একজন সরকারী কর্মকর্তা ছিলেন।
বাংলাদেশের প্রথম সবাক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেন এফ করীম। আবদুল জব্বার খান-এর পরিচালনায় ‘মুখ ও মুখোশ’ মুক্তি পায় ১৯৫৬ সালে। এরপর তিনি আরো যেসব ছবিতে অভিনয় করেন সেগুলো হলো- মাটির পাহাড়, আকাশ আর মাটি, জোয়ার এলো, দুই দিগন্ত, অন্তরঙ্গ, প্রভৃতি।
বাংলাদেশের চলচ্চিত্রের সূচনালগ্নের এসব গুণি মানুষদের আজ আমরা ভুলেই গেছি। বাংলাদেশের চলচ্চিত্রে এফ করীমদের মতো মানুষদের অবদান অনস্বীকার্য।
যাদের ঘামে-শ্রমে প্রতিষ্ঠিত হেয়েছিল আমাদের এই চলচ্চিত্রশিল্প, তাদের প্রতি মিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।