English

24 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫
- Advertisement -

বিরতি ভেঙে প্লেব্যাকে মিলা

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন ধরেই গানে আগের মতো নিয়মিত নন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। একসময় তাঁর ‘বাবুরাম সাপুড়ে’ গানটি শ্রোতাদের মুখে মুখে ফিরেছে। তবে ব্যক্তিজীবনে নানা সমস্যার কারণে হঠাৎ নিজেকে আড়াল করে নেন এই গায়িকা।

বিয়ে ও সংসার এবং পরবর্তী সময়ে বিচ্ছেদ ও মামলা—এসব নিয়েই কেটেছে সময়। ফলে দীর্ঘদিন ধরে তাঁকে সেভাবে নতুন গানে পাওয়া যায়নি। দেখা যায়নি প্লেব্যাকেও। অবশেষে বিরতি ভেঙে গত বছর থেকেই গানে ফিরেছেন তিনি। অংশ নিয়েছেন স্টেজ শোতে। এবার প্লেব্যাকেও ফিরলেন এ পপতারকা।

ঈদে মুক্তি প্রতিক্ষীত নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ নামের একটি ছবিতে গেয়েছেন মিলা। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’—এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

এ প্রসঙ্গে মিলা বলেন, ‘যখন শুনলাম শওকত আলী ইমনের সুরে গাওয়ার সুযোগ রয়েছে, তখন আর দ্বিতীয়বার ভাবিনি। এ সুযোগ লুফে নিলাম। বেশ ভালোলাগা নিয়েই গানটিতে কণ্ঠ দিয়েছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই একটি গান। শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পুরণ করবে বলে আমার বিশ্বাস।’

এদিকে, ঈদুল ফিতরে নতুন কোনো গান আসছে না বলেও জানিয়েছেন এ পপতারকা। তবে ঈদের পর কনসার্টে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ইনসাফ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। শুধু তাই নয়, এ ছবিতে নায়ক হিসেবে রয়েছেন শরীফুল রাজ। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন