English

25 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

বিয়ের ২ বছরের মধ্যেই মণীষার ডিভোর্স

- Advertisements -

নাসিম রুমি: নব্বইয়ের দশকে প্রথম সারি অভিনেত্রীদের মধ্যে মণীষা কৈরালা অন্যতম। তার পাহাড়ি সৌন্দর্য ও দূর্দান্ত অভিনয় আজও দর্শক মনে রেখেছেন।

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনকে সকল ধরণের লাইমলাইট থেকে দূরে রেখেছেন মণীষা। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

যে কারণে এখনও তার ভক্ত-অনুগামীরা জানতে চান, ৫৪ বছরের অভিনেত্রী এখনও সিঙ্গেল নাকি কারোর সঙ্গে ডেট করছেন?

পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় মণীষাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এখনও সঙ্গীর অভাব বোধ করেন কি না? এই প্রশ্নের জবাবে মণীষা অকপটে জবাব দেন, ‘কে বলেছে আমার পার্টনার নেই।’

আবার প্রেমে পড়া নিয়ে দিল সে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে আর আমার জীবনকে ভালোভাবে বুঝি। যদি কোনও সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনও বদল চাই না।’

মণীষা ওই সাক্ষাৎকারে আরও বলেন, তিনি স্বাধীনভাবে যেভাবে জীবনযাপন করেন ভবিষ্যতেও সেভাবে জীবন কাটাবেন।

প্রসঙ্গত, মণীষা কৈরালা ২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিয়ে করেন। তবে বিয়ের ২ বছরের মধ্যেই মণীষার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে যায়।

সেই বছরই অভিনেতার ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তখন থেকেই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেই রেখেছেন তিনি।

প্রসঙ্গত, মণীষা কৈরালা নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন