English

32 C
Dhaka
বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
- Advertisement -

বিমানবন্দরে অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন রতন টাটা

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ৯ অক্টোবর মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের টাটা সাম্রাজ্যের অধিপতির রতন টাকা। শিল্প জগতের এই কিংবদন্তি মহীরুহের মতো সামলেছিলেন টাটার সাম্রাজ্য। শুধু শিল্পমহলে নয়, সবার কাছেই প্রিয় রতন টাটা। কেননা, এত বড় একজন ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি সাধারণ জীবনযাপন করতেন। একজন ‘ট্রু জেন্টলম্যান’ বলতে যা বুঝায় তিনি ছিলেন তেমনই এক ব্যক্তিত্ব।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নামের একটি শো’ তে এই মানুষটির স্মৃতিচারণ করেছেন বলিউডের বিগ বি খ্যাত সুপারস্টার অমিতাভ বচ্চন।

Advertisements

ওই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ফারহা খান ও বোমন ইরানি। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে অমিতাভ জানান, একবার লন্ডনে যাচ্ছিলেন তিনি। ঘটনাচক্রে তার সঙ্গে একই বিমানে রতন টাটাও লন্ডনে যাচ্ছিলেন। হিথরো বিমানবন্দরে পৌঁছানোর পর টাটা দেখেন, তাকে যে গাড়ি নিতে আসার কথা ছিল তা আসেনি।

কেন গাড়িটি আসলো না সে বিষয়ে জানতে ফোন করার প্রয়োজন ছিল তার। কিন্তু ফোন করার মতো অর্থ তখন টাটা সাম্রাজ্যের অধিপতির কাছে ছিল না।

Advertisements

এরপরের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ বললেন, ‘কিছুক্ষণ পর আমার কাছে এসে জিজ্ঞেস করল, অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি? আমার কাছে ফোন করার টাকা নেই।

বিষয়টি জানিয়েই ফারহা-বোমনকে অমিতাভ বলেন, ‘আমি ভাবতেই পারিনি উনি এটা বলবেন’।

অমিতাভ জানান, রতন টাটার মতো মানুষ সচারচর হয় না। সত্যিই তিনি একজন জেন্টলম্যান ছিলেন। কী সাধারণ জীবনযাপন করতেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন