English

26 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

‘বিবাহ বিচ্ছেদ’ প্রশ্নে মুখ ‍খুললেন আশা ভোঁসলে

- Advertisements -

সমাজে চলমান ‘বিবাহ বিচ্ছেদ’ নিয়ে নিজের অভিমত জানালেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি তিনি কথা বলেন। ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গিয়ে ভোঁসলে জানান, বিবাহিত জীবনে একাধিক সমস্যা থাকলেও তিনি কখনই সেই বিয়ে ভাঙার কথা ভাবেননি।’

স্পিরিচুয়াল গুরু শ্রী শ্রী রবি শঙ্করকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখন ৯০ বছর বয়সী। আমি বিবাহিত, আমার তিন সন্তানও আছে। বৈবাহিক সম্পর্ক যখন খারাপ হতে শুরু করে তখন আমি সন্তানদের নিয়ে আমার মায়ের কাছে চলে যাই। তবুও কখনোই ডিভোর্স ফাইল করিনি। কিন্তু আজকাল শুনি বিয়ে একমাসের মাথাতেও ভেঙে যায়। কিন্তু কেন হচ্ছে এটা?’

কিংবদন্তি এই শিল্পী বলেন, ‘আমি একটা দীর্ঘ সময় এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি। কিন্তু আজকালকার প্রজন্মের মতো কাউকে এত দ্রুত সিদ্ধান্ত নিতে দেখিনি। ভালোবাসা থেকে ওরা দ্রুত বেরিয়ে আসতে পারে। ওরা নিজেদের কথাও ভাবে না। আমাদের সময় এসব ছিল না।’

প্রসঙ্গত, আশা ভোসলে দু’বার বিয়ে করেছিলেন। গণপতরাও ভোঁসলেকে প্রথমে বিয়ে করেন। কিন্তু তাদের সেই বিয়ে সুখের হয়েছিল না। তিন সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি ছাড়তে হয় তাকে। তারপর তিনি ১৯৮০ সালে প্রখ্যাত সংগীত পরিচালক এবং গায়ক আর ডি বর্মণকে বিয়ে করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন