করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছিল দুই বাংলার ভক্তদের মনে। কিন্তু সব উদ্বেগ কাটিয়ে কবীর সুমন বাড়ি ফিরেছেন। আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে কবীর সুমন লেখেন, সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাঁদের চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।
জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত ২৮ জুন সোমবার ভোরে ভারতের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমনকে। ডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি তিনি।
কবীর সুমন এক গানের লিরিকে আছে, ‘আমি তো বসে আছি আগুন জ্বলবে বলে, হে আমার আগুন তুমি এবার ওঠো জ্বলে’। সেই আগুন জ্বলে ওঠা দেখতেই যেন কবীর সুমন আবার ফিরছেন ভক্তদের মাঝে। হাসপাতালে বসে তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিলেই বাড়ি চলে যাব। ফিরে যাব বাংলা খেয়াল অনুশীলন রচনা ও শেখানোয়। সেটাই আমার বাকি জীবনের কাজ, ব্রত’।