বাবা হতে যাচ্ছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২৮ জুন) রাতে ফেসবুকে এ খবর জানানোর পর তা নিয়েও চলছে সমালোচনা।
নোবেল তার ফেসবুকে লিখেন—‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।’
সবকিছু ঠিকই ছিল, বিড়ম্বনা তৈরি হয়েছে দ্বিতীয় বাক্যের ‘হয়তো’ শব্দটি নিয়ে। অনেকে প্রশ্ন তুলেছেন—‘হয়তো কেন, আপনি নিশ্চিত নন?’ একজন লিখেছেন, ‘এই হয়তোর কোনো অর্থ নেই! হয়তো বাদ দিয়ে নিশ্চিত হয়ে পোস্ট করুন।’ আরেকজন লিখেছেন, ‘বাবা-মা হলে সবাই জানিয়ে দেয়, তারা বাবা-মা হতে চলেছেন। ‘হয়তো’ ব্যবহার করাটা দৃষ্টিকটূ। আবার অন্য ইঙ্গিতও দেয়।’
তা ছাড়া নোবেলের বাবা হওয়ার খবরের পোস্টে তাকে নিয়ে অনেকে কটূক্তি করেছেন। অনেকে তাকে ‘ভালো’ হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময়ের একজন তরুণ টিভি অভিনেতা লিখেছেন, ‘ভাই যা করছো তো করছই, এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভালো হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে।’