English

31 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
- Advertisement -

বাবা-ভাই বড় অভিনেতা, তবুও ঘুরতে হয়েছে পরিচালকদের দরজায়-দরজায়

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বহু তারকাকে বহু বার অভিযোগ করতে শোনা গেছে। অনেকের মতে পরিবারের কেউ চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থাকলে তার বাড়ির অন্য সদস্যের পক্ষে বলিউড দুনিয়ায় জায়গা করে নেওয়া সহজ। সেখানে না-কি অনেক সময় প্রতিভার মূল্য দেওয়া হয় না, কেবল নামের জোরেই নাকি বড় বড় সব প্রোজেক্টে সুযোগ পেয়ে যান তারা। তবে এই অভিনেতার ক্ষেত্রে বিষয়টা একেবারেই অন্য। বাবা বড় তারকা, ভাইও কিছু কম যান না। কিন্তু সেই পরিবারের ছেলে হয়েও কাজের জন্য এক সময় দরজায় দরজায় ঘুরতে হয়েছিল এই নায়ককে! যদিও তার অভিনয় প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। বুঝলেন তিনি কে? তিনি হলেন সানি দেওলের ভাই ধর্মেন্দ্র-পুত্র ববি দেওল। একটা সময় কাজের জন্য তাকে পরিচালক-প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে হয়েছে।

যদিও তার অভিনয় জীবনের শুরুতে কাজের অভাব ছিল না। কিন্তু পরে এমন একটা সময় এসেছিল যখন তাকে কাজের জন্য দরজায় দরজায় ঘুরতে হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি সেই সময়ের কথা বলেছিলেন। তবে তার মতে, এতে কোনো লজ্জার কিছু নেই। কেবল আশা হারালে চলবে না।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ববি দেওল বলেছিলেন, “যখন আমি খারাপ সময় দিয়ে যাচ্ছিলাম, তখন আমি মানুষের দরজায় দরজায় গিয়ে বলেছি, আমি ববি দেওল। দয়া করে আমাকে একটা কাজ দিন। এতে কোনো লজ্জার কিছু নেই। অন্তত তাদের মনে থাকবে যে, ববি দেওল আমার সঙ্গে দেখা করতে এসেছিল।”

ববি দেওলের বলেন, “এটা প্রতিটা অভিনেতার জীবনের অংশ। কিছুই চিরস্থায়ী নয়। কিন্তু তার জন্য আশা হারানো উচিত নয়। চেষ্টা চালিয়ে যেতে হবে।”

ববি আরও বলেন, “এমন নয় যে সব কিছু বসে বসে পাওয়া যায়। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, যদি লক্ষ অনেক দূরেও থাকে, তাও নিজের পরিশ্রম দিয়ে আপনি ধীরে ধীরে তার কাছাকাছি যেতে পারবেন।”

ববি জানিয়েছেন যে, তার কাছে এমন অনেক ছবির অফার এসেছে যা করার তার ইচ্ছেই ছিল না। কিন্তু তবুও তিনি কাজ করেছেন যাতে কাজে ফাঁক না পড়ে। তিনি বলেছেন যে, ইন্ডাস্ট্রিতে দেখা দিয়ে যাওয়া এবং কাজ করে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন