English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বাড়িটি এখন জাহ্নবীর হোটেল

- Advertisements -

নাসিম রুমি: জাহ্নবীর জন্য চেন্নাইয়ে একটা বাড়ি কিনেছিলেন শ্রীদেবী। সেই বাড়িতেই শৈশবের স্মৃতিকে আটকে রেখেছেন শ্রীদেবীকন্যা। যখনই সুযোগ পান কিংবা মায়ের কথা মনে পড়ে, একছুটে চেন্নাইয়ের সেই বাড়িতেই পৌঁছে যান জাহ্নবী। এবার সেই বাড়িকেই হোটেল বানালেন অভিনেত্রী।

খবর অনুযায়ী, এআরবিএনবির সাহায্যে জাহ্নবী এই বাড়িকেই গেস্ট হাউজ বানাচ্ছেন। জানা গেছে, চেন্নাইয়ে ঘুরতে গেলে এই গেস্ট হাউজে যে কেউ থাকতে পারবেন। শ্রীদেবীর স্মৃতিভরা এই বাড়িতে সময় কাটাতে পারবেন। শুধু তাই নয়, জাহ্নবী নিজে আসবেন, অতিথির আপ্যায়ন করতে। ইচ্ছে করলেই আড্ডা দেওয়া যাবে শ্রীদেবী কন্যার সঙ্গে। শুধু তাই নয়, খাবার মেনুতে থাকবে শ্রীদেবীর প্রিয় নানা দক্ষিণী খাবার।

সূত্রের খবর, ২৫ হাজার রুপি খরচ করলেই যে কেউ থাকতে পারবেন শ্রীদেবীর এই চেন্নাইয়ের বাড়িতে।

প্রসঙ্গত, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। তার সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। তারা নিজেরা কখনো সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এবার বাবা বনি কাপুরই সেই জল্পনায় সিলমোহর দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

অপমানের জবাব দিলেন সোনাক্ষী

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন