হিন্দুস্থান টাইমস সুত্রে জানা গেছে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ এ লাইভ লাভ লাফ ফাউন্ডেশনের লেকচার সিরিজে আরিয়ানা হাফিংটনের সঙ্গে কথপোকথনের সময় দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর তাঁকে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। স্ট্রেস, ঘুম না হওয়ার কারণে কী কী ফেস করছেন, সেটাই এদিন জানালেন তিনি।
দীপিকা পাড়ুকোন এদিন বলেন, ‘ যখন ঠিক ভাবে ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে তখন ভুলভাল সিদ্ধান্ত নিই। আর আমার মনে হয় আমি কখনও সখনও সেটা নিজে বুঝতেও পারি।
আমি বুঝতে পারি যে দিনগুলোয় আমার ঘুম হয় না, বা নিজের যত্ন নেওয়া হয় না ঠিক করে সেদিনগুলোয় আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। আমি বুঝতে পারি আমার সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে কিছু ক্ষেত্রে।’
এদিন দীপিকা পাড়ুকোন দুঃখ, কষ্ট, রাগ নিয়েও কথা বলেন। জানান, ‘এটা একদম স্বাভাবিক।