English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

‘বাঘা যতীন’-এর ট্রেলারে দুর্ধর্ষ দেব

- Advertisements -

নাসিম রুমি: দুরন্ত গতি, তীক্ষ্ণ চাহনি আর জেদ। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে জেদ। দেশকে স্বাধীন করার জেদ। ‘বাঘা যতীন’ দেবের এই তীব্র জেদই দেখা গেল ট্রেলারে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিকের কাহিনি সিনেমা হয়ে এবার পুজোয় আসছে দর্শকের দরবারে। তারই আভাস পাওয়া গেল ‘বাঘা যতীন’-এর ট্রেলারে।

“যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘা যতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। তারপর আসে টিজার। সেখানেই বাঘা যতীনের অদম্য লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল।

এবার ট্রেলারের পালা। যাতে মুগ্ধ করলেন দেব। প্রযোজক হিসেবে হোক কিংবা অভিনেতা, নতুন নতুন ছবিতে সারপ্রাইজ দিতে দেবের জুড়ি মেলা ভার। ব্যোমকেশ হোক কিংবা বাঘা যতীন বা গোলন্দাজ। বছর খানেক ধরেই পর্দায় নতুন অবতারে ধরা দিচ্ছেন দেব। লুক নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

আগামী ১৯ অক্টোবর আগে বাংলায় ‘বাঘা যতীন’ মুক্তি পাবে, তার পর ২০ অক্টোবর সারা দেশে হিন্দি ভাষায় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবিটি। দেবের পাশাপাশি এ ছবিতে রয়েছেন নবাগতা সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলম, সজল মণ্ডল, রোহন মণ্ডলের মতো একঝাঁক অভিনেতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন