English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গভূষণ পাচ্ছেন দেব

- Advertisements -

নাসিমরুমি: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার বঙ্গভূষণ পাচ্ছেন অভিনেতা ও সংসদ সদস্য দেব। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য তাকে এ বছর বঙ্গভূষণ পুরস্কারে সম্মানীত করা হচ্ছে। আজ এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে।

এ মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা দেব। সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন সফল
প্রযোজকও। গত কয়েক বছর ধরে তার প্রোডাকশন হাউজ থেকে একের পর এক হিট ছবি উপহার পেয়েছে বাংলা সিনেমার দর্শক।

গত বছর এক সঙ্গে মুক্তি পেয়েছিল অভিনেতা দেবের গোলন্দাজ এবং প্রযোজক দেবের হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী। এখনও পাইপলাইনে রয়েছে একাধিক সিনেমা।

১৭ বছর আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অগ্নিশপথ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় পা রাখেন দেব। বক্স অফিসে তেমন ভালো কিছু না করতে পারলেও রবি কিনাগি পরিচালিত দ্বিতীয় ছবি আই লাভ ইউ-তে দর্শকদের নজরে পড়েন দেব। এরপর ১৪ মাস মুম্বাইয়ে প্রশিক্ষণ নেন। ফিরে এসে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ ছবিতে সাড়া ফেলে দেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেবকে।

মূল ধারার ছবির সঙ্গে আরশি নগর, চাঁদের পাহাড়, জুলফিকার ছবিতেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দেব। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচন জেতেন দেব। ২০১৯-এও জয়লাভ করেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন