English

22 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

বলিউড নিয়ে বিরক্ত, ইন্ডাস্ট্রি ছাড়ছেন অনুরাগ কাশ্যপ

- Advertisements -

নাসিম রুমি: বলিউড নিয়ে বেশ বিরক্ত। সন্তোষজনক ভাবে কাজ করতে পারছেন না বলে এক সাক্ষাৎকারে জানান অনুরাগ কাশ্যপ।

বলিউডের প্রথম সারির এই পরিচালকের মতে, বর্তমানে চলচ্চিত্রের মানোন্নয়ন অপেক্ষা ছবির বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়। ছবির কাজ শুরুর আগে ভাবা হয় কীভাবে প্রচার করা হবে। বক্স অফিসে কত টাকা আয় হবে। এই বিষয়টি নিয়েই তিনি হতাশ। এজন্য তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘ইদানীং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বিক্রি করা হয়, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। ছবি তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের কাজ আমাকে বিরক্ত করে। সেই কারণেই নতুন বছরে আমি মুম্বাই ছেড়ে দক্ষিণে পাড়ি দিচ্ছি।’

অনুরাগের কথায়, ‘দক্ষিণে এখনও সিনেমা তৈরির মধ্যে আনন্দ রয়েছে। আমি বৃদ্ধ হয়েই মরতে চাই। আমি খুবই হতাশ, খুবই বিরক্ত মুম্বাই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে। বিরক্ত এখানকার মানুষদের মানসিকতা নিয়ে। এখানে শুধুই রিমেক চলছে। নতুন কিছু ভাবনা বা তৈরির ইচ্ছেই নেই। একই বিষয়ের পিছনে সবাই ছুটছে। যা অসহ্য।’

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে মুম্বাই এসেছিলেন অনুরাগ। সেই সময় কোনো কাজই ঠিকঠাকভাবে হচ্ছিল না। পাঁচ সিনেমার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। চিত্রনাট্য লেখার কাজও ঠিকঠাকভাবে পাচ্ছিলেন না। এমনও দিন গেছে ফুটপাতে শুতে হয়েছে অনুরাগকে। একটি থেকে তুলে দিলে অন্য ফুটপাতে গিয়ে শুতেন। আর সেখানে শোয়ার জন্য ছয় টাকা করে ভাড়া দিতে হতো। তিনি বলিউডে একাধিক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিযেছেন। তার পরিচালনায় শাহরুখ, সালমান, আমিরখান, অক্ষর কুমার, গবিন্দ, কারিনা কপুর। দীপিকা, কারিশা কাপুর, ক্যাটিনা ও রেখা অভিনয় করেছেন একাধিক ছবিতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন