বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাড়িতে চুরি যাওয়া গহনা কিনে ফেঁসে গেছেন এক স্বর্ণকার। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
গত ফেব্রুয়ারিতে সোনম ও তার স্বামী আনন্দ আহুজার দিল্লির বাড়িতে চুরি হয়। দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত এই বাড়িতে সোনমের শ্বশুর হরিশ আহুজা, শাশুড়ি প্রিয়া আহুজা ও দাদি শাশুড়ি সরলা আহুজা থাকেন। সোনমও ভারতে থাকলে সেখানেই থাকতেন। বাড়ি থেকে নগদ অর্থ ও গহনা চুরি হয়, যার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ রুপি।
এর আগে বুধবার অপর্ণা রুথ উইলসন নামের ওই নার্স ও তার স্বামী নরেশ কুমার সাগরকে তাদের দিল্লির সারিতা বিহারের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অপর্ণা সোনমের দাদি শাশুড়ির দেখাশোনা করতেন। স্বামীর সঙ্গে মিলে তিনি সোনমের বাড়ি থেকে গহনা ও নগদ অর্থ চুরি করেন। প্রায় ১০-১১ মাস সময় ধরে সময় পেলেই তারা আলমারি থেকে গহনা চুরি করতেন।
পুলিশ জানিয়েছে, চুরির বেশিরভাগ অর্থ দিয়ে এই দম্পতি ঋণ পরিশোধ পাশাপাশি মা-বাবার ওষুধ কেনা ও বাড়ি মেরামতের কাজে ব্যায় করেছেন । গহনা কেনার কথা স্বীকার করেছেন দেব ভার্মা। নরেশকে তিনি ইলেকট্রনিক ট্রানজেকশনের মাধ্যমে অর্থ দিয়েছেন।