নাসিম রুমি: টলিপাড়ায় কয়েকজন অভিনেত্রী আছেন, যাঁরা চিরতরুণ। বয়স বাড়লেও ফিকে হয় না তাঁদের লাবণ্য। তাঁদের গ্যামার দেখে কোনওভাবেই বয়স বোঝার উপায় নেই। কোয়েল মল্লিক সেই অভিনেত্রীদের মাঝে একজন।
তাঁর বয়স ৪০ পেরোলেও গ্ল্যামারে কোনও ঘাটতি হয়নি। বরং, ‘প্রেমের কাহিনীর’ কোয়েলের সঙ্গে আজও মিল পাওয়া যায়! একটি দুর্দান্ত আউটফিটে ফটোশ্যুট করেছিলেন কোয়েল মল্লিক। তিনি যে প্রকৃত অর্থেই ফ্যাশনিস্তা, তা আরও একবার প্রমাণ করলেন।
কোয়েলের সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হন তাঁর অনুরাগীরা। ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশকে একাধিক মনমুগ্ধকর ছবি উপহার দিয়েছেন। নানা চরিত্রে এবং সাবলীল অভিনয়ের গুণে জয় করেছেন দর্শকমন।
বয়সের সঙ্গে সঙ্গে তাঁর ফ্যাশন স্টেটমেন্টও বদল হয়েছে। গ্রুমিং করেছেন স্টাইলিংও। বয়স ৪০ পেরোলেও তাঁর জেল্লা ফিকে হয়নি। সম্প্রতি তাঁর একটি ফটোশ্যুট আবার কথাই প্রমাণ করল।