English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

বছর শেষে টালিউডে মুখোমুখি অপূর্ব-তারিন

- Advertisements -

নাসিম রুমি: বছর আলাদা আলাদা সিনেমা দিয়ে টালিউডে নাম লিখিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তারিন জাহান। বড়দিন উপলক্ষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের এই দুই অভিনয়শিল্পী। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে অপূর্বর ‘চালচিত্র’ ও তারিনের ‘৫নং স্বপ্নময় লেন’।

প্রতীম ডি গুপ্তর চালচিত্র সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে দেখা যায়, খুনের পরে যেভাবে বডিগুলো সাজিয়ে রাখা হচ্ছে, তার সঙ্গে ১২ বছরের পুরোনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায়। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে আছেন অপূর্ব।

প্রকাশিত ক্যারেক্টার লুকে অপূর্বকে দেখা গেছে লাল পাঞ্জাবিতে, গালভর্তি দাড়ি, কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। অপূর্ব জানান, তাঁর অভিনীত চরিত্র নিয়ে বলা বারণ। হলে গিয়েই জানতে হবে তাঁর চরিত্রের রহস্য। চালচিত্র সিনেমায় আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ।

একই দিন মুক্তি পাবে তারিনের টালিউড সিনেমা ৫নং স্বপ্নময় লেন। সিনেমাটি পরিচালনা করেছেন মানসী সিনহা। এর আগে গত ২৬ এপ্রিল এই পরিচালকের ‘এটা আমাদের গল্প’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় তারিনের। প্রথম সিনেমার মতো নিজের দ্বিতীয় সিনেমায়ও সম্পর্কের কথা বলবেন মানসী সিনহা। নির্মাতা জানান, এমন অনেক মানুষ আছে, পরিস্থিতির চাপে যাঁরা একা থাকতে বাধ্য হন, তাঁদের নিয়েই এই সিনেমার গল্প। নামকরণ করা হয়েছে একটি বাড়ির ঠিকানা দিয়ে। সেই বাড়ির সদস্যদের দেখা যাবে সিনেমায়।৫নং স্বপ্নময় লেন সিনেমায় আরও আছেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী প্রমুখ।

ছোট পর্দায় দাপটের সঙ্গে কাজ করলেও দেশের সিনেমায় তেমন একটা পাওয়া যায়নি অপূর্ব ও তারিনকে। তারিন অভিনয় করেছেন ‘কাজলের দিনরাত্রি’ ও ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায়। অন্যদিকে, অপূর্বকে পাওয়া গেছে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস্টার রিটার্ন’ সিনেমায়। এবার দেখার পালা এই দুই শিল্পীর টালিউড যাত্রা কতটা দীর্ঘ হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন