ঢাকার পর এবার বগুড়ায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। বিষয়টি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
সেখানে বলা হয়েছে, বগুড়ার নবাব বাড়ি রোডের সাতমাথা মোড়ে অবস্থিত পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটি চালু হবে।
এ বিষয়ে আগামী ৩ অক্টোবর বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এটি অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে। সেদিন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এবং মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ঢাকার পর এবার বগুড়ায়ও যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স। সারাদেশেই সিনেপ্লেক্স চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে৷’
৬টি স্ক্রিন নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের পর ধানমন্ডির সীমান্ত সম্ভারে তিনটি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাউয়ারে তিনটি স্ক্রিন, মিরপুর সনি সিনেমা হলে তিটিসহ বর্তমানে ১৫টি স্ক্রিন নিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স।
সিনেমা হলের সংকটে স্টার সিনেপ্লেক্সের এ উদ্যোগকে সাধুবাদ জানান চলচ্চিত্রপ্রেমীরা।