নাসিম রুমি: সম্প্রতি গনমাধ্যমকে বৌ না হলে শাকিবের নায়িকা হওয়া যায় না- এমনই মন্তব্য করেছেন অভিনেত্রী স্বাগতা।
বউ না হলে শাকিব খানের সঙ্গে অভিনয় করা যায় না- প্রসঙ্গে বলেন, আমি প্রচুর নাটকে কাজ করেছি। শাকিব খান তো অপুকে ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সাথে? বুবলীর সাথে। দুজনেই তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে উনার ওয়াইফ হবো না। তার সম্পর্কে বেশি জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।
স্বাগতা বলেন, শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না। আর বউ না হলে শাকিব খানের সঙ্গে জুটি বাধা যায় না বলেও মনে করেন স্বাগতা।
শাকিব খানের বিরুদ্ধে এমন মন্তব্যে ভক্তরা ক্ষেপেছেন স্বাগতার ওপরে। অনেকেই বলছেন অপুকে ২০০৮ সালে বিয়ে করেছেন শাকিব। এরপরে তো অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। কারো অভিযোগ ছিল না। স্বাগতার এই মন্তব্যকে একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত।