English

20 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
- Advertisement -

ফেসবুক থেকে ৮০ লাখ টাকা আয়, ফ্ল্যাট কিনলেন জয়

- Advertisements -

নাসিম রুমি: শাহরিয়ার নাজিম জয়ের অভিনয়ের বাইরে আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন উপস্থাপক। উপস্থাপনায় নতুনত্ব, অভিনবত্ব আনতে গিয়ে কখনো বাহবা পেয়েছেন কখনো বা সমালোচনার মুখেও পড়েছেন।

এসবের বাইরে জয় সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের একটি নতুন পরিচয় প্রতিষ্ঠা করেছেন। ফেসবুক ও ইউটিউবে তিনি নানা অভিমত ও টকশো করে থাকেন। এ থেকে ভালো অর্থ আয়ও করেন।

অবিশ্বাস্য হলেও সত্য ২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। এই খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। খবরটি নিজেই ফেসবুকে জানিয়েছেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ২০২৩ সালে নাজিম জয় পেইজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্লাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।

জয়ের এই পোস্টের মন্তব্য বাক্সে প্রচুর মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। তার শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন