নাসিম রুমি: ‘জুলি’ নামে নতুন সিনেমা নির্মাণ করছেন বরেণ্য নির্মাতা ছটকু আহমেদ। এতে অভিনয় করবেন ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, জ্যোতিকা জ্যোতি, অমিত হাসান, রাদিফাসহ অনেকে।
সিনেমায় জুলি চরিত্রে অভিনয় করবেন রাদিফা। তার মায়ের ভূমিকায় দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে শেষের দিকে অথবা মার্চে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন ছটকু আহমেদ।
ছটকু আহমেদ বলেন, ‘দর্শক যে ধরনের গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। মৌলিক গল্পের সিনেমাটি নিয়ে প্রস্তুতি চলছে। এখন টেবিল ওয়ার্ক করছি। অনেক যত্ন ও বেশ সময় নিয়ে ‘জুলি’ লিখেছি। কিশোরী জুলিকে ঘিরে কাহিনি এগিয়েছে। গল্প নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না। তারকা অভিনয়শিল্পীরা কাজ করছেন এ সিনেমায়। শিল্পীরা কাজের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।