English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

প্রাক্তন প্রেমিক জুটির মায়েদের পোস্ট নিয়ে হইচই, ক্যাটরিনার পুরোনো ভিডিও ভাইরাল

- Advertisements -

২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রণবীর-ক‌্যাটরিনা। আর এ সিনেমার শুটিং সেট থেকে তাদের মনের লেনাদেনা। যদিও তারা এই সম্পর্কের কথা স্বীকার করেননি। রণবীর-ক্যাটরিনা একই ফ্ল্যাটে থাকতেও শুরু করেছিলেন। তারপরও ভেঙে যায় এই জুটির প্রেম। শোনা যায়, তৃতীয় কোনো ব্যক্তির কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর দুজনের দুটি পথ গেছে বেঁকে। বিয়ে করে সংসারীও হয়ে গেছেন তারা।

দীর্ঘ দিন পর রণবীর কাপুরের মা নীতু কাপুরের ইনস্টাগ্রাম স্টোরির একটি পোস্ট নিয়ে হইচই পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ার একাংশের ধারণা, ছেলের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ইঙ্গিত করে পোস্টটি করেছেন তিনি। তারপর নতুন করে ভাইরাল হয়েছে ক্যাটরিনা কাইফের একটি পুরোনো সাক্ষাৎকার। যেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়— ‘রণবীরের মা নীতু আপনাকে পছন্দ করেন না, এ গুজব কতটা সত্যি!’

ভাইরাল ওই ভিডিওতে ক্যাটরিনা কাইফ বলেন, ‘আমি স্তব্ধ। আমি এই গুজবের জন্য দায়ী। আমি এর সম্পূর্ণ দায় নেব। কিন্তু এ দায় কেন নেব সে প্রশ্ন আপনি করতে পারেন! গত ৮-৯ বছর ধরে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করি না।’

ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করার কারণ ব্যাখ্যা করে ক্যাটরিনা কাইফ বলেন, ‘আমি মনে করি, এটি আমার জন্য সহজ একটি পন্থা। এর অন্য কোনো কারণ নেই। আমি খুব সংবেদনশীল মানুষ।’

নীতু কাপুর ইনস্টাগ্রাম পোস্টে লিখেন— ‘সে তোমার সঙ্গে ৭ বছর ডেট করেছে, তার মানে এই নয় সে তোমাকে বিয়ে করবে। আমার কাকা ৬ বছর মেডিক্যাল পড়েছে। এখন সে একজন ডিজে।’ এরপর ক্যাটরিনার মা একটি উদ্ধৃতি শেয়ার করেন। তাতে লিখেন, ‘আমি এমন শিক্ষা পেয়ে বড় হয়েছি, যেখানে একজন দারোয়ানের সঙ্গে যেরকম ব্যবহার করা হয়, একইরকম ব্যবহার করা হয় কোম্পানির সিইওর সঙ্গে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন