English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

প্রাক্তন জুটি অর্জুন-মালাইকাকে মিলিয়ে দিলেন সাইফ!

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের প্রাক্তন জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। গত বছর থেকে তাদের সম্পর্ক ভাঙার খবরে সরগরম ছিল বি-টাউন। একটা সময় দুইজনই সামাজিক মাধ্যমে নানা ইঙ্গিতপূর্ণ কথা বলতেন। তাদের সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। এখন আর একসঙ্গে থাকেন না তারা; নেই সেই আগের সম্পর্ক।

কিন্তু এতকিছুর মাঝেও একসঙ্গে দেখা গেছে অর্জুন-মালাইকাকে। এতে স্পষ্ট, বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে।

এদিকে বলিউড সরগরম সাইফ আলির ওপর হামলার ঘটনা নিয়ে। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। এরপর থেকেই মুম্বাইয়ের একটি হাসপাতালে নায়ক। তাকে দেখতে যাচ্ছেন বি টাউনের তারকারা। এরই মধ্যে অর্জুন-মালাইকার কাকতালীয় উপস্থিতি চমক সৃষ্টি করল।

বলিউড সূত্রের খবর, মালাইকা আরোরা তার বোন অমৃতা আরোরার সঙ্গে হাসপাতালে পৌঁছালেও অর্জুন একাই প্রায় একইসময়ে হাসপাতালে যান। তবে বের হওয়ার সময় একসঙ্গেই দেখা যায় তাদের।

সাইফের কেবিনে প্রাক্তনরা যখন একে-অপরের সম্মুখীন, তখন সেই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সাইফ কি তাহলে মিলিয়ে দিলেন অর্জুন-মালাইকাকে?

দীর্ঘদিন ধরেই কারিনা কাপুরের সঙ্গে বন্ধুত্ব অভিনেত্রী মালাইকা আরোরা ও তার বোন অমৃতা আরোরার। আবার অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও পর্দায় কাজ করেছেন কারিনা। মালাইকার সঙ্গে বিচ্ছেদ হলেও অর্জুনের সঙ্গে কারিনার বন্ধুত্ব এখনও অটুট। শুধু তাই না, সাইফের সঙ্গেও রয়েছে অর্জুন-মালাইকার ভালো সম্পর্ক। তাই তো বিচ্ছেদের কথা ভুলেই একসঙ্গে অসুস্থ সাইফকে দেখতে হাসপাতালে ছুটলেন অর্জুন-মালাইকা। সুএ মতে অর্জন- মলাইকাকে, দেখে সাইফ ভীষণ খুশী হন এবং তাদের আর্শীবাদ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন