English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

প্রশংসিত হচ্ছে ‘অসম্ভব’, দাবি অরুণা বিশ্বাসের

- Advertisements -

নাসিম রুমি: বহু বছর ধরে ক্যামেরার সামনে কাজ করে ক্যারিয়ারে প্রথমবার সিনেমা নির্মাণ করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। ‘অসম্ভব’ নামের সেই সিনেমাটি দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার।

অরুণা বিশ্বাসের দাবি, ‘অসম্ভব’কে গ্রহণ করেছেন দর্শক। যারা সিনেমাটি দেখতে আসছেন, তারা বেশ প্রশংসা করছেন, সিনেমাটি নিয়ে ভালোলাগার কথা বলছেন। রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন অরুণা।

এই অভিনেত্রী জানিয়েছেন, শুক্রবার ‘অসম্ভব’ মুক্তির পর গত তিন দিনে কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে বসে তিনি সিনেমাটি দেখেছেন। লক্ষ্য করেছেন দর্শকদের প্রতিক্রিয়া আর অভিব্যক্তি। যা তাকে সন্তুষ্ট করেছে।

অরুণার কথায়, ‘আমার বিশ্বাস ছিল, যারা প্রেক্ষাগৃহে যাবেন তাদের অবশ্যই সিনেমাটি ভালো লাগবে। আমি কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়েছি। দর্শকের সঙ্গে বসে সিনেমাটি দেখেছি। দর্শকের কাছ থেকে যে প্রশংসা পেয়েছি তা অকল্পনীয়।’

অভিনেত্রী উল্লেখ করেন, ‘যাত্রাশিল্পীদের নিয়ে দর্শকদের মনে যে কষ্ট দেখেছি এবং এ শিল্প ঘিরে তারা যে আরও কত কিছু আশা করেন, স্বপ্ন দেখেন, তা অনুভব করেছি। সিনেমা যে মানুষের মনের ভাষা বোঝে, তা দর্শকদের সঙ্গে কথা বলে বুঝেছি।’

অভিনেত্রী থেকে পরিচালনায় নাম লেখানো অরুণা আরও বলেন, ‘সিনেমা যে মানুষের মনের মধ্যে আশার সঞ্চার করে, তাও উপলব্ধি করেছি। সিনেমা শেষে দর্শকদের কাছ থেকে এত ভালোবাসা পাবো, তা কল্পনাও করিনি।’

প্রসঙ্গত, ‘অসম্ভব’ সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন অরুণা বিশ্বাস।

দেশের যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের জীবনের গল্প বলেছে এই সিনেমা। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ, অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন