English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

প্রধানমন্ত্রী কার্যালয়ের সচেতনতামূলক বিজ্ঞাপনে নিপুণ

- Advertisements -

আবারও বিজ্ঞাপনে মডেল হলেন অভিনেত্রী নিপুণ আক্তার। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ শিল্পীকে দেখা যাবে একটি সচেতনতামূলক কাজে।

যা তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে। এটি করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। গত ২৯ মে মিরপুর দুই নম্বরে অবস্থিত ইউসেপ ক্যাম্পাসে এর চিত্রায়ণ হয়। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন বিপ্লব নামের একজন নির্মাতা।

নিপুণ জানান, এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্যে জোর দিচ্ছেন। উনার এই উদ্বুদ্ধকরণ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে আছি। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর কারিগরি শিক্ষা গ্রহণ করে।’

জানা যায়, দ্রুত সম্পাদনা শেষে বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

এদিকে, নিপুণ চলতি বছর চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি ভোজ্যপণ্যের বিজ্ঞাপন করেছেন। এছাড়াও তিনি সিনেমা ও সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন