মুক্তির পর দর্শক টানছে ইমন, সালওয়া, নিপুণ, আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার অভিনীত ছবি ‘বীরত্ব’। শুক্র ও শনিবার এ দুই দিন সিনেমাটির বেশির ভাগ শো হাউসফুল যাচ্ছে। পাশাপাশি সিনেমার দর্শক ‘বীরত্ব’ দেখে মুগ্ধতার কথা জানাচ্ছেন।
দর্শক বলছেন, ‘বীরত্ব’ সিনেমায় অনন্য অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। কেউ কেউ বলছেন, শুরু থেকে শেষ পর্যন্ত নায়কোচিত ইমেজ ভেঙে ইমন ন্যাচারাল অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শকরা সিনেমাটি দেখে প্রশংসামূলক রিভিউ দিচ্ছেন। অনেকের কাছে ইমনের অভিনয় দুর্দান্ত লেগেছে বলে জানাচ্ছেন। ইমন নিজেও বলছেন, “আমাকে নিয়ে আগে-পিছে যারা অনেক কথা বলে তাদের বলব অবশ্যই ‘বীরত্ব’ দেখুন। ”
ঢাকার স্টার সিনেপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, ‘বীরত্ব’ শুক্রবার হাউসফুল ছিল। শনিবারও দর্শক টেনেছে। রবিবার দর্শকের উপস্থিতি মোটামুটি ভালো। এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, চিত্রামহল, শাপলা, ছায়াবাণীসহ একাধিক সিনেমা হলে ‘বীরত্ব’ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শক। হল মালিকরা বলছেন, পরিচ্ছন্ন গল্প ও ইমনের অভিনয়ের মুগ্ধতা নিয়ে হল থেকে বের হচ্ছেন দর্শক। অভিষিক্ত সিনেমা দিয়ে স্ক্রিনে নজর কেড়েছেন সালওয়া। অন্যরাও ভালো অভিনয় করেছেন।
নাটকীয়তা, ক্রাইম, থ্রিলার ঘরানার সিনেমা ‘বীরত্ব’। পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম সিনেমা। তিনি বলেন, শুক্রবার সবখানে ভালো গেছে। শনিবার মিরপুরের সনিতে হাউসফুল ছিল। রবিবার সন্ধ্যাতেও সিনেপ্লেক্সে অনেকেই সিনেমা দেখবে। আজকেও হাউসফুল যাবে। ঢাকার বাইরেও ভালো যাচ্ছে।