English

30 C
Dhaka
বুধবার, মার্চ ১২, ২০২৫
- Advertisement -

প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হল জেমস বন্ড অভিনেতার গাড়ি

- Advertisements -

প্রত্যাশার চেয়ে বেশি দামে বিক্রি হলো জেমস বন্ড খ্যাত অভিনেতা শন কনারি ব্যবহৃত একটি গাড়ি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরি উপদ্বীপে ক্লাসিক কার ইভেন্টের বার্ষিক সিরিজ মন্টেরি কার উইকে রূপালি গাড়িটি বিক্রি হয়।

গণমাধ্যমটি জানিয়েছে, শন কনারির মালিকানাধীন অ্যাস্টন মার্টিন ডিবি৫ গাড়িটি নিলামে ২ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়, যা ছিল অপ্রত্যাশিত। তবে অ্যাস্টন মার্টিন ডিবি৫ গাড়িটির দাম ১ দশমিক ৪ থেকে ১ দশমিক ৮ মিলিয়ন ডলার উঠবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ক্রেতা ছিলেন ধারণার চেয়েও বেশি একগুঁয়ে। ফলে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে যোজন যোজন এগিয়ে দাম হাঁকাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ২ দশমিক ৪ মিলিয়ন ডলারে নিলামের নিষ্পত্তি হয়। তবে নিজের নাম প্রকাশ করেননি ক্রেতা।

উল্লেখ্য, ১৯৬৪ সালে ‘গোল্ডফিঙ্গার’ সিনেমায় ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন শন কনারি। তাতে অ্যাস্টন মার্টিন ডিবি৫ মডেলের গাড়ি ব্যবহার করেন তিনি। এতে মেশিনগান, ইজেক্টর সিট ও ওয়েল স্লিক মেকারের মতো গ্যাজেট ছিল। এ গাড়ির মায়া ভুলতে পারেননি শন কনারি। জীবদ্দশায় তা নিজের কাছে রেখে দেন তিনি। পরে ২০২০ সালে ৯০ বছর বয়সে মারা যান এ ঝানু তারকা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন