‘ডাক দিয়েছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেওগো মাটি’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’ সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের দেশবরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। গত ৬ জুলাই বরেণ্য এই শিল্পী না ফেরার দেশে চলে যান। এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে সংগীতশিল্পী ইতি সাহিনা তার চারটি গান নিয়ে একটি ম্যাশআপ তৈরি করেছেন।
প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের গাওয়া এই চার গান হলো—‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তুমি আমার কত চেনা’, ‘কি জাদু করিলা’, ‘তোমার বুকের মধ্যখানে’। এরই মধ্যে ম্যাশআপটি সাহিনা হকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ম্যাশআপটির নতুন করে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
সাহিনা বলেন—আমাদের বাংলা গানের কিংবদন্তি এন্ড্রু কিশোর। আমি ব্যক্তিগতভাবে তার গানের ভক্ত। প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে তার চারটি গান দিয়ে একটি ম্যাশআপ করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।
এই সময়ের জনপ্রিয় শিল্পী ইতি সাহিনা। এরই মধ্যে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন