বলিউড অভিনেত্রী দিশা পাটানি। মেদহীন সুন্দর চেহারা। তার সৌন্দর্যে বুঁদ ভক্তরা। কিছুদিন আগে দিশা আর টাইগার শ্রফের প্রেম নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবার পোশাকের কারণে ভক্ত-অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছেন দিশা।
নায়িকারা নিত্য নতুন পোশাকে, নতুন সাজে দর্শকের সামনে ধরা দেন। ব্যতিক্রম নন দিশাও। আগেও পোশাকের কারণে আলোচনায় এসেছিলেন তিনি।
এবার দিশার প্যান্ট দেখে হই হই কাণ্ড। খাকি রঙের একটি প্যান্ট আর তার ওপরে একটি স্ট্র্যাপি বডিস্যুটে দেখা গেল তাকে। আর সেই পোশাক দেখেই এসেছে নানা মন্তব্য।
অনুরাগীদের একাংশের মন্তব্য, প্যান্ট তো এবার খুলে পড়ে যাবে ম্যাডাম।কেউ আবার লিখেছেন, নিজেকে অন্য রকম দেখানোর চেষ্টায় ভয়ঙ্কর কাণ্ড। আবার অনেক তাকে দেখে বলেছেন, অপুষ্টিতে ভুগছেন।’যদিও দর্শকদের নেতিবাচক মন্তব্যে কান দিচ্ছেন না দিশা।