English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত গ্যাংস্টার

- Advertisements -
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। সিনেমাটি দেখার জন্য রীতিমতো উন্মাদনায় ভুগছে ভারতবাসী। প্রেক্ষাগৃহেও ঘটছে একের পর এক অনাকাঙ্খিত ঘটনা। মুক্তির দিন প্রেক্ষাগৃহে পদদলিত হয়ে মারা গেছেন এক নারী।
আহত হয়েছে তার ছেলে। ‘পুষ্পা ২’ দেখতে না দেয়ায় প্রেমিকের সঙ্গে রাগ  করে আত্মহত্যার চেষ্টা করেছে বেনারসে এক যুবতী। এবার ঘটল আরো এক বিষ্ময়কর ঘটনা!
সিনেমাটি দেখতে এসে পুলিশের জালে ধরা পড়লেন এক কুখ্যাত গ্যাংস্টার। দীর্ঘ ১০ মাস লুকিয়ে থাকার পর প্রেক্ষাগৃহে এসে বন্দি হলেন সেই গ্যাংস্টার।
খুনের মামলাসহ ২৭ মামলার আসামি সেই গ্যাংস্টার।
বৃহস্পতিবার নাগপুরের এক মাল্টিপ্লক্সে ‘পুষ্পা ২’-এর মধ্যরাতের শোতে ঘটে এই ঘটনা। প্রায় ১০ মাস পুলিশের চোখে ধুলা দিয়ে গা ঢাকা দেওয়া গ্যাংস্টার অবশেষ ধরা পরে। তাও আবার ‘পুষ্পা ২’ দেখতে এসে! সিনেমাটি চলাকালীন পুলিশের সঙ্গে রীতিমতো লড়াই বাঁধে সেই গ্যাংস্টারের।
সিনেমাহলে থাকা বহু দর্শক তখন আতঙ্কিত। কারণ সামনে যা ঘটছে তা সিনেমার থেকে কোনও অংশে কম নয়। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে সেই গ্যাংস্টার। 

অভিযুক্ত গ্যাংস্টারের বিরুদ্ধে দুটি খুনসহ ২৭টি অপরাধের অভিযোগ রয়েছে। তবে এখানেই শেষ নয় আগেও বহুবার পুলিশ তাঁকে ধরার চেষ্টা করছে, কিন্তু সে পুলিশকেও বহুবার আক্রমণ করেছে।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য অভিযুক্ত আল্লুর স্টাইলই ফলো করত। আর তাই এবার তার চালেই তাকে কাবু করে পুলিশ, তাকে ধরতে ফাঁদ হিসেবে বেছে নিল ‘পুষ্পা ২’ চলতে থাকা সিনেমা হল।

জানা যায়, পুলিশ সেই আসামির গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জোগার করে। তারপর আসল ঘটনা ঘটে সিনেমা হলে। পুলিশ প্রথমে তার গাড়ির টায়ার পাঞ্চার করে দেয়। তারপর পুলিশ হলের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে হলটা ঘিরে নেয়। তারপর সুযোগ বুঝে ঠিক ক্লাইম্যাক্সের সময় ধরে ফেলে অভিযুক্তকে।

‘পুষ্পা ২’ সিনেমাটি নিয়ে একদিকে যেমন মানুষের মধ্যে হৈচৈ দেখা গেছে তেমনি অন্যদিকে একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লু অর্জুন। সিনেমা মুক্তি ঠিক আগের দিন ৪ ডিসেম্বর তেলেঙ্গানায় দর্শকদের চাপে পড়ে এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় ওই নারীর একমাত্র ছেলে। দুর্ঘটনার সমস্ত দায় স্বীকার করে অভিনেতা ক্ষমা চাইলেও ১৩ ডিসেম্বর অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়ে ছেড়ে দেয়। তবে একরাত জেলেই কাটাতে হয়েছে সুপারস্টারকে। তবে বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দারুণ সফল ‘পুষ্পা ২’। মুক্তির ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৫০০ কোটির বেশি আয় করে ফেলেছে আল্লু আর্জুনের এই অ্যাকশন ধামাকা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন