নাসিম রুমি: দক্ষিণের মণিরত্নম, অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করেছেন বলিউড তারকা শাহরুখ খান। এবার দক্ষিণের আরেক খ্যাতনামা পরিচালকের সঙ্গে তাঁর কাজ করার খবর নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। খবর যে ‘পুষ্পা’ পরিচালক সুকুমারের সঙ্গে হাত মেলাতে চলেছেন ‘কিং খান’। আর সুকুমারের ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এই গুঞ্জন প্রকাশ্যে আসার পর সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
দক্ষিণের পরিচালকেরা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দারুণ আগ্রহী। এই তালিকায় আছে সুকুমারের নাম। এর আগে গুঞ্জন ছিল যে সুকুমারের সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবিতে আসতে চলেছেন শাহরুখ।
কিন্তু এখন নতুন এবং ভিন্ন এক গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, সুকুমার গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা নিয়ে এক ছবি নির্মাণ করতে চলেছেন। এই ছবিতে শাহরুখকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। বৈষম্যের মতো সামাজিক সমস্যা ঘিরে ছবিটি নির্মাণ করা হবে।
শাহরুখ আর সুকুমার একসঙ্গে আসা মানে সিনেমাপ্রেমীদের জন্য এক বড়সড় উপহার। কিন্তু শাহরুখপ্রেমীদের এই ছবির জন্য অপেক্ষা করতে হবে। তবে শাহরুখ ইতিমধো চুক্তিবদ্ব হয়েছেন ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য এটাই চমক। শাহরুকের চরিত্রটি নাকি খুব বেশী পছন্দ হয়েছে তা নির্মাতা সুএে জানা গেছে।