নাসিম রুমি: বলিউডের অন্যতম চর্চিত তারকা জন আব্রাহাম। তিনি একই সঙ্গে চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং মডেল ও গায়ক। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিংয়ের পর ২০০৩ সালে জিসম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেতার।
এবার অভিনয়ের পারিশ্রমিকের বিষয়ে মুখ খুললেন এ অভিনেতা। জন আব্রাহাম বলেন, ‘ইতোমধ্যেই হিন্দি ছবির উপর এই প্রবণতার প্রভাব পড়তে শুরু করেছে।’
তার দাবি, একজন নায়ক প্রতিদিন অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন। তার স্টাইলিস্ট চাইছেন দিন প্রতি ২ লাখ টাকা। এভাবে আনুষঙ্গিক খরচ বাড়তে দেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি।
জন বলেন, ‘জানি না সত্যিই অভিনেতারা এ রকম বড় পারিশ্রমিক পাওয়ার কথা ভাবছেন, নাকি মধ্যস্বত্বভোগীরা ভাবাচ্ছেন তাদের। তবে এ কথা সত্যি যে তারা একটা বুদবুদের মধ্যে বাস করছেন।’
‘কিন্তু এতটা অবুঝ হওয়ার কথা নয়। এই অলীক দুনিয়া থেকে বাইরে বেরিয়ে দেখতে হবে তো! পুরো বলিউড ইন্ডাস্ট্রি ভোগান্তি পোহাচ্ছে।’
প্রসঙ্গত, বলিউডে অভিনয়ের পারিশ্রমিকের বিষয়ে এর আগে মুখ খুলেছেন পরিচালক প্রযোজক করণ জোহর, ফারহা খান থেকে বর্ষীয়ান পরিচালক প্রযোজক রাকেশ রোশনও। তাদের সকলেরই দাবি, অভিনেতা থেকে তাদের সহকারী, সকলেই এত পারিশ্রমিক দাবি করছেন যে তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে।