বলিউড তারকারা যেমন নাচেন আবার নাচানও দর্শকদের। তবে বিভিন্ন শোতে অংশ নিতে তারা চড়া পারিশ্রমিক নেন। মঞ্চে পারফর্ম করতে তারা কে কত টাকা নেন, চলুন পাঠক জেনে নিই।
ব্যক্তিগত অনুষ্ঠান হোক বা জন্মদিনের পার্টি- বি-টাউনের তারকাদের পা পড়লেই যেন সোনায় সোহাগা! অমুকের ছেলের বিয়েতে নেচেছেন শাহরুখ খান বা প্রিয়াঙ্কা চোপড়া- এ কথা বলতে যতটা গর্ব, সেই পার্টিতে থাকতে পারাও যেন ততটাই গর্বের। যাদের অনুষ্ঠান, সেই পরিবারেরও গর্বে বুক ফোলে। তবে চাইলেই তো আর এমন শখ মেটে না! কারণ খরচের অঙ্কও যে বেশ মোটাসোটা!