নাসিম রুমি: ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির অনেক শিল্পীই পারিশ্রমিক পাননি—কয়েক দিন ধরে বলিউডে এমন বিতর্ক চলে আসছে। প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের জ্যাকি ভাগনানি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, অভিনেতা অক্ষয় কুমার তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন।
এক বিবৃতিতে জ্যাকি জানান, অক্ষয় ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির পারিশ্রমিক নেবেন না, যতক্ষণ না ছবির সবাই পারিশ্রমিক বুঝে পান।
আর্থিক সমস্যা নিয়ে জ্যাকি বলেন, ‘অক্ষয় স্যার সম্প্রতি আমার সঙ্গে দেখা করেছেন। এ পরিস্থিতি সম্পর্কে জানার পর তিনি এগিয়ে এসে কলাকুশলীদের প্রতি তাঁর সমর্থন দেখাতে দ্বিধা করেননি।’ জ্যাকি জানান, ছবির সঙ্গে যুক্ত সব শিল্পী ও কলাকুশলী পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত অজয় স্যার নিজের পারিশ্রমিক নেবেন।
অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যাকি বলেন, ‘আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অক্ষয় স্যারের প্রতি কৃতজ্ঞ।’
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির বেশ কয়েকজন অভিনেতা এখনো পারিশ্রমিক পাননি—গত সপ্তাহে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এমন প্রতিবেদন প্রকাশ করে।
অক্ষয় ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, টাইগার শ্রফ, আলায়া এফ, মানুষি ছিল্লার প্রমুখ।
গত ১০ এপ্রিল ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে ছবিটি মাত্র ৬০ কোটি রুপির ব্যবসা করায় এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।