English

26 C
Dhaka
সোমবার, মার্চ ১০, ২০২৫
- Advertisement -

পারিশ্রমিকের প্রশ্নে যা বললেন দীপিকা

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের এই সময়ের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে অভিনয়ে পথচলা শুরু হয়েছিল তার।

এরপর নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি। তার হাতে বেশ কিছু সফল সিনেমাও রয়েছে।

বলিউডেই শুধু নয়, দক্ষিণী চলচ্চিত্র জগৎ ও হলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। পারিশ্রমিকের দিক থেকেও অভিনেত্রীদের মধ্যে তিনিই শীর্ষে।

এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল দীপিকাকে।

সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী হলেও, তা বড় করে তুলে ধরার প্রয়োজন নেই বলেই মনে করেন দীপিকা।

তার ধারণা, আর কয়েক বছর পরে এই বিষয়কে এত গুরুত্বই দেওয়া হবে না।

অভিনেত্রী বলেন, আমি আশা করছি, আমরা এমন একটা সময়ে পৌঁছাব, যখন আর আমাদের এই নিয়ে কথাই বলতে হবে না।

দীপিকা বলতে চেয়েছেন, এমন একটা সময়ের তিনি আশা করছেন যখন মহিলাদের পারিশ্রমিক আর আলোচ্য বিষয় হবে না। কারণ একটা সময়ে নায়ক ও নায়িকার পারিশ্রমিকে বিস্তর ফারাক থাকত। কিন্তু সেই ছক তিনি নিজেই ভেঙে ফেলেছেন। তাই আজ তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

তবে কখনওই ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন বলে জানান দীপিকা। প্রথম থেকেই লক্ষ্য ছিল ভালো কাজ করার। কিন্তু তার সঙ্গে যাতে মানসিক শান্তি বজায় থাকে, সেই দিকে বরাবর নজর দিয়েছিলেন তিনি।

নিজেদের ভক্তদের মধ্যে ইতিবাচক ছাপ ফেলতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী। দীপিকা বর্তমানে কন্যা দুয়া পাড়ুকোনের সঙ্গে ব্যস্ত। ফের কবে কাজে ফিরবেন, তা এখনও জানাননি তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন