English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

পলান সরকারকে দেখা যাচ্ছে রাজশাহীতে

- Advertisements -

রাজশাহীর বইপ্রেমী মানুষের কাছের মানুষ ছিলেন পলান সরকার। বাড়ি বাড়ি বই পৌঁছে দিতেন তিনি। সেটি পড়া শেষে আবার বদলে দিতেন আরেকটি বই। সংবাদমাধ্যম সূত্রে পরে তাকে চিনেছিল পুরো দেশ ও পৃথিবী। ২০১৯ সালে ৯৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। রাজশাহী বিভাগের মানুষেরা আজও তার অভাব অনুভব করেন। শোনা গেল, পলান সরকারকে আবারও দেখা যাচ্ছে রাজশাহীতে।

জ্ঞানের ফেরিওয়ালা পলান সরকারকে নিয়ে সিনেমা বানাচ্ছেন জহির রায়হান। তাতে পলান সরকারের ভূমিকায় অভিনয় করছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। ভরা পৌষে রাজশাহীর কাকনহাটে শুরু হয়েছে ছবির শুটিং, তারপর রাজশাহী শহরে।

পলান সরকারের আসল নাম হারেজ উদ্দিন। তিনি পলান সরকার নামে পরিচিতি পান। নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বই পড়ার অভ্যাস গড়তে কাজ করেছেন এই ব্যক্তি। স্বীকৃতি হিসেবে ২০১১ সালে পেয়েছেন একুশে পদক। ২০০৭ সালে সরকারি উদ্যোগে তার বাড়ির আঙিনায় একটি পাঠগার করে দেওয়া হয়।

পলান সরকারের ভূমিকায় অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘পলান সরকারের জীবন কাহিনি নিয়ে একটা ফিকশন হচ্ছে। সেটায় আমি অভিনয় করছি। গত ১৩ ডিসেম্বর এখানে এসে সেদিনই কাজ শুরু করেছি। ঠিক পলান সরকারের বাড়িতে না হলেও এমন একটা জায়গায় শুটিং হচ্ছে, জায়গাটা পর্দায় দেখতে ভালো লাগবে।

ছবিতে ফজলুর রহমান বাবু ছাড়াও অভিনয় করছেন জাকিয়া বারী মম, সুষমা সরকার, নরেশ ভূঁইয়া, সানজানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন নাট্যকর্মী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন