নাসিম রুমি: নাম আনিকা কবির শখ। সাধারণ মানুষদের মতো তারও বিভিন্ন ধরনের শখ রয়েছে। যার মধ্যে একটি পরিবার নিয়ে হজ করতে যাওয়া। যে ইচ্ছা নিয়ে মিডিযার কথা বলেছেন তিনি।
শখের কাছে জানতে চাওয়া হয় এমন কোনো শখ আছে যেটি আপনার এখনো পূরণ হয়নি। এর উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘পরিবার নিয়ে হজ করতে যাওয়ার আমার শখ আছে, যা এখনো পূরণ হয়নি। এর কারণ আমার বাচ্চা এখনো অনেক ছোট। ওর বয়স এখনো তিন বছর হয়নি। ও আরেকটু বড় হলে আমি আমার পরিবার নিয়ে হজ করতে যাওয়ার ইচ্ছা আছে। এ ছাড়া কাজের বিষয়ে যদি বলি, তাহলে বলবো অনেক ধরনের চরিত্রে কাজ করার স্বপ্ন আছে। যে চরিত্রগুলো এখনো করা হয়নি।
বিনোদন জগতের সঙ্গে শখের সম্পর্ক সেই শিশুকাল থেকে। এখন তিনি দেশের প্রতিষ্ঠত একজন মডেল ও অভিনেত্রী। নিয়মিত কাজ করেন দেশের নামিদামি ব্র্যান্ডের সঙ্গে। ব্যস্ততা আছে নাটকেও। করেছেন সিনেমাতেও অভিনয়।