English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

পরিণীতিকে বিমানবন্দরে আনতে গেলেন রাঘব

- Advertisements -
পরিণীতি রাঘব অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন দুজনে। তার আগেই আশীর্বাদ এবং আংটি পরানো। দিল্লি পৌঁছেছেন দুজনে। মাঝেমধ্যে তাঁদের একসঙ্গে দেখা গেলেও মুখ খোলেন নি প্রথম দিকে। তবে, সেদিন আইপিএল এর ময়দানে দুজনকে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখেই কারো বুঝতে অসুবিধা হয় নি সানাই বাজল বলে।
Advertisements

মে মাসের ১৩ তারিখ, তাদের আশীর্বাদের দিন ঠিক হয়েছে। তাঁর আগেই নিজেদের জায়গায় পৌঁছলেন দুজনে।

বিমানবন্দরে নামতেই ঘরে ধরলেন পাপারাজ্জিরা। আর তাদেরকে দেখেই মুচকি হাসছেন, দুজনে। ক্রমাগতই সকলকে ধন্যবাদ বলতে লাগলেন পরী। তবে, থামার নয় পাপারাজ্জিরাও। সোজা জিজ্ঞেস করলেন, বিয়েতে ডাকছেন তো আমাদের? পরীর পরনে লাল পোশাক, অন্যদিকে রাঘব বরাবরের মতোই পড়েছেন কালো ফরমাল পোশাক। দুজনেই বেশ খুশি।

একদিকে, লজ্জাও পাচ্ছেন তারা। এরইমধ্যে আওয়াজ ওঠে, দাদা-বৌদি আপনাদের অনেক শুভেচ্ছা। শোনামাত্রই হেসে দিলেন দুজনে।

কিছুদিন আগেই আইপিএল দেখতে গিয়ে প্রকাশ্যে রাঘবের কাঁধে মাথা রেখেছিলেন পরী। তারপর থেকেই জল্পনায় সিলমোহর। এদিকে দিল্লি আসতেই, তাঁকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলেন রাঘব।

আবারও বিগ ফ্যাট ওয়েডিং বলিউডে। বোনের বিয়েতে আসতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেও। তাছাড়া তারকা উপস্থিতি তো নিশ্চিত।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

মাঘের শীতে মিমের উষ্ণতা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন