নাসিম রুমি: দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছরের শুরুতে কামব্যাক করেছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। ব্লকবাস্টার ‘পাঠান’এর হাত ধরে রুপোলি পর্দায় ফিরেছেন তিনি।
‘পাঠান’ ক্রেজ শেষ হওয়ার আগেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘ধুম ৪’-এর কথা ঘোষণা করে দিলেন।
যশ রাজ ফিল্মস প্রযোজিত অত্যন্ত সফল ফ্র্যাঞ্চাইজি হল ‘ধুম’। অভিষেক বচ্চন, ঋত্বিক রোশন, আমির খানের মতো শিল্পীরা ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির অংশ থেকেছেন। এইবার সেই তালিকারই নবতম সংযোজন হতে চলেছেন শাহরুখ খান।
মঙ্গলবার দোলের দিন ‘ধুম ৪’এর কথা ঘোষণা করেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেই সঙ্গেই নিশ্চিত করেন, দর্শকদের দাবি মতো এই ছবিতে শাহরুখই থাকবেন।
সিদ্ধার্থের শেয়ার করা প্রাথমিক ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে যে ‘ধুম ৩’-এর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ‘ধুম ৪’ পরিচালনা করতে পারেন। সিনেমাটির গল্পও লিখছেন তিনি। যশ রাজ ফিল্ম এর ব্যানারে আদিত্য চোপড়া সিনেমাটি প্রযোজনা করবেন। সিদ্ধার্থের শেয়ার করা পোস্টারেও তাদের নাম উল্লেখ করা আছে।