জনপ্রিয় হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন চার দশকের ক্যারিয়ারে দারুণ কিছু সিনেমা উপহার দিয়েছেন। ১৯৯২ সালের ‘ব্যাসিক ইন্সটিংক্ট’ সিনেমার এক আলোচিত দৃশ্য ধারণ করতে গিয়েও যথেষ্ট মূল্য চোকাতে হয়েছিল তাকে।
দৃশ্যটি ধারণ করার জন্য তাকে অন্তর্বাস নিয়ে আপত্তিকর প্রস্তাব করায় একজন অভিনেত্রী হয়েও পরিচালককে থাপ্পড় মেরেছিলেন শ্যারন স্টোন। যদিও প্রাসঙ্গিক বিবেচনায় সত্যিই সেই দৃশ্যধারণের জন্য অন্তর্বাস খুলতে হয়েছিল। আর তার পুরস্কার হিসেবে এ দৃশ্যটিই সিনেমাটির জন্য আইকনিক হয়ে উঠেছিল।
শ্যারন স্টোনের আত্মজীবনী চলতি মাসেই মুক্তি পেতে চলেছে। নাম ‘দ্য বিউটি অব লিভিং টোয়াইস’। সেখানেই জীবনের এমন অজানা ঘটনা প্রকাশ করছেন ‘ব্যাসিক ইন্সটিংক্ট’খ্যাত অভিনেত্রী। প্রায় তিন দশক পর গোপন কথাটি আর গোপন রাখলেন না শ্যারন স্টোন।