আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এই ছবি নিয়ে শুরু হয়েছে জল্পনা। ছবিতে দেখা যাচ্ছে একজন তরুণের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তার হাত ধরে রেখেছেন তিনি।
তবে ছবিতে সেই তরুণের চেহারা নেই! পপি এই ছবিটি পোস্ট করে লিখেছেন ‘সিক্রেট’। ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে তার ভক্তরা নানারকম মন্তব্য করছেন। অনেকে বলছেন, তাহলে কি পপি এনগেজ হয়েছেন! আমাদের কি হবে!
আবার অনেকে বলছেন, হয়তো নতুন কোনো ছবির নায়কের সঙ্গে ছবিটি পোস্ট করেছেন পপি। চমক তৈরির জন্যই এমন পোস্ট দিয়েছেন। এদিকে কয়েকদিন আগেই নিজের জন্মদিনে ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পপি।
অনেকে বলছেন, ছবিটি সেই ছবির নায়কের হতে পারে। আবার কেউ কেউ বলছেন, পপি হয়তো নিজের জীবন সঙ্গী বেছে নিয়েছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন